জাতীয়

কারাফটকে সাকার পরিবার

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে তার দুই ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী তাদের বাবার আইনজীবী হুজ্জাতুল ইসলামকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কারাগারে আসেন।আইনজীবী ও ছেলেসহ মোট পাঁচজন এ সময় কারাগারে আসেন। তবে কারা কর্তৃপক্ষ তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেননি। কারাগারে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা নেই বলে তাদের পক্ষ থেকে জানানো হয়।এরপর সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, এটা (প্রাণ ভিক্ষার আবেদন) আমার বাবার জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত। বৃহস্পতিবার যখন আমরা কারাগারে যাই বাবা বলেছেন- এ বিষয়ে তিনি তার আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। তিনি আরো জানান, বিভিন্ন মিডিয়ায় আমরা প্রাণভিক্ষার বিষয়ে নানান তথ্য পাচ্ছি। তাই আমরা চাচ্ছি বিষয়টি স্পষ্ট করতে আইনজীবীদের যেন ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়। আমরা শনিবার আবারো  আইনজীবীদের প্রবেশের অনুমতি চাইবো। এর আগে দুপুর ২টায় কারাকর্তৃপক্ষের কাছে সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করেন সালাউদ্দিন কাদেরের সাত আইনজীবী। অনুমতি না পেয়ে ক্ষুব্ধ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চলে যান তারা। জেইউ/এআর/এসএইচএস/একে/পিআর

Advertisement