বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় শেষ হচ্ছে আজ শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বিষয়টি নিশ্চিত করেছেন। ভর্তি কমিটি সূত্র জানায়, গত ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বৃদ্ধি করে তা ২০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট র্পযন্ত করা হয়েছে।২০১৫-১৬ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট আসন সংখ্যা এক হাজার ২০০টি। যার মধ্যে এ-ইউনিটে ১৯৫টি, বি-ইউনিটে ৩৪৫টি, সি-ইউনিটে ২৪০টি, ডি-ইউনিটে ২৪০টি, ই-ইউনিটে ৮০টি, এফ-ইউনিটে ১০০টি আসন রয়েছে।এছাড়া অন্যান্য কোটার সঙ্গে এবারই প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মোট আসনের শতকরা ০.৫ হারে তৃতীয় লিঙ্গদের ভর্তি কোটা রাখা হয়েছে। উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ৬,৭,৮ এবং ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।এমএএস/পিআর
Advertisement