রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম চলবে : আব্দুর রহমান

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন করা ছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ওয়াদা। আর তিনি তা যথাযথভাবে পালন করছেন। শেষ একজন যুদ্ধাপরাধী দেশের মাটিতে থাকা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংগ্রাম চলবে।যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্থ করতে একটি কুচক্রি মহল যড়যন্ত্র করছে বলে উল্লেখ করে তিনি সকলকে সকর্ত থাকার আহ্বান জানান। শুক্রবার বিকেলে ফরিদপুর চিনিকল এর ৪০তম আখ মাড়াই মৌসুম এর উদ্বোধনকালে এসব কথা বলেন। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমজাদ হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রশীদ, শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু প্রমুখ।২০১৫-১৫ মাড়াই মৌসুমে ৯ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্য মাত্রার বিপরীতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭৫০ মেট্রিক টন।এদিকে ৩৯তম মাড়াই মৌসুম পর্যন্ত সাড়ে ৭ হাজার মেট্রিক টন চিনি অবিক্রিত ও ১৭৩ কোটি টাকার লোকসানের বোঝা মাথায় রেখে ডোঙ্গায় আখ ফেলে ৪০তম মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। আলোচনা শেষে চিনিকলের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। তরুন/ এমএএস/পিআর

Advertisement