কুমিল্লায় জহিরুল ইসলাম নামের এক সৌদি প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। অপহৃত জহিরুল মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের মৃত মতি মিয়া বেপারির ছেলে। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাত থেকে পুলিশ অভিযানে নামলেও শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। অপহৃতের স্ত্রী হাজেরা বেগম ও বড় ভাই আলাউদ্দিন জানান, প্রায় তিন মাস আগে জহিরুল ইসলাম (৩৫) সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার কেনাকাটার জন্য কুমিল্লা শহরে আসেন তিনি। শহর থেকে বাড়ি ফেরার পথে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। তারা আরো জানান, দুর্বৃত্তরা বাড়ির মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে আলেখারচর চক্ষু হাসপাতালের পাশে আসার জন্য বলে। অপহরণকারীদের কথা অনুযায়ী তারা টাকা নিয়ে যাওয়ার পর প্রবাসী জহিরকে না পেয়ে কোতয়ালী থানায় অভিযোগ করে অপহৃতের পরিবার। অভিযোগ পেয়ে ময়নামতি পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম আমতলী ও আলেখারচরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। পরে দুর্বৃত্তরা ওই প্রবাসীর সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ করে দেয় বলে তারা জানান। এদিকে, প্রায় ২৪ ঘণ্টায়ও ওই প্রবাসী উদ্ধার না হওয়ায় তার পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন। এ বিষয়ে সন্ধ্যায় এসআই সাইফুল ইসলাম জানান, ওই প্রবাসীর মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে তার অবস্থান ও তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।কামাল উদ্দিন/এআরএ/পিআর
Advertisement