গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি বলেন, ‘সুবর্ণ জয়ন্তীর এই বছরে সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য, পতাকার জন্য, স্বাধীনতার জন্য।’
Advertisement
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে সমসাময়িক রাজনীতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘একটা রাজনৈতিক দল বাংলাদেশকে শেষ করার জন্য যে খেলা খেলছে তার চূড়ান্ত পর্যায়ে এখন তারা নেমে এসেছে। সেই দলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার। এই যুদ্ধে যাবার সময় কিন্তু চলে এসেছে। কারণ সামনে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এটাই সেই বছর। আপনারা মনে করবেন আরেকটি যুদ্ধের মধ্যে পড়ে গেছেন। এই সুবর্ণ জয়ন্তীর এই বছরেই সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।’
Advertisement
জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘খেতাব বাতিল করা অতো সহজ না। খেতাব অর্জন করে তার নিজস্ব অর্জন দিয়ে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার খেতাব অর্জন করেছে। যে নামের পিছনে বাংলাদেশ জড়িয়ে আছে। আধুনিক বাংলাদেশের নাম জড়িয়ে আছে।’
তিনি বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, উন্নয়নের কথা বলে মুখে ফেনা তুলে তারা ২৫ মার্চ কালো রাতে কোথায় ছিলেন? কেন সেদিন আপনাদের নেতা আত্মসমর্পণ করেছিলেন? কেন আপনারা পালিয়ে গিয়েছিলেন? সেদিন যদি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দিতেন তাহলে দেশে রক্তের বন্যা বয়ে যেত। আজ যে বাংলাদেশকে আপনারা ভোগ করছেন। টাকার পাহাড় করছেন। এইদেশ পেতেন না। আজ এই বাংলাদেশে থাকতো না।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদার, কৃষকদলের সদস্য লায়ন মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
কেএইচ/জেডএইচ/এএসএম
Advertisement