দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে সদর উপজেলার ছয়বাড়িয়া ও আমিনপুর গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, রাকিব আহমেদ (৩০), সেন্টু মিয়া (২৭), শমসের আলী (৫০), মো. মোস্তফা (১৯), শামীম মিয়া (২০) ও আনোয়ার মিয়া (৪০)। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।পুলিশ ও আহতরা জানায়, বিকেলে আমিনপুর গ্রামের একটি খেলার মাঠে ফুটবল খেলা চলছিলো। এ সময় ছয়বাড়িয়া গ্রামের কয়েকজন লোক খেলায় বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাকবিতাণ্ডা হয়। পরে সন্ধ্যা সোয়া ৫টার দিকে উভয়পক্ষের কয়েকশ লোক দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।সদর মডেল থানা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

Advertisement