রাজনীতি

পরিবারের দাবি আটক : পুলিশ বলছে না

রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সাদা পোশাকধারী কয়েকজন র‌্যাব পরিচয় দিয়ে নগরীর শালবনস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে বলে পরিবারের লোকজনেরা দাবি করছেন। অন্যদিকে, পুলিশ বিষয়টি আস্বীকার করছে।মোজাফফরের স্ত্রী শাহিদা বেগম জাগো নিউজকে জানান, রাত সাড়ে ৩টার দিকে সাদা পোশাকে র‌্যাব পরিচয় দিয়ে ১০/১২ জন বাড়িতে এসে তাকে আটক করে নিয়ে যায়।  মোজাফফরের ভাতিজি আফরোজা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকগুলো গাড়ি ও মোটরসাইকেলে করে এসে তার সঙ্গে আলাপ আছে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের সঙ্গে যেতে হবে বলে মাইক্রেবাসে তুলে নিয়ে যায়।স্বজনদের দাবি আটক বিএনপি নেতার বিরুদ্ধে কোনো মামলা কিংবা অভিযোগ থাকলে তাকে আদালতে সোপর্দ করা হোক। এ ব্যাপারে রংপুর-১৩ র‌্যাব কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো কথা বলতে রাজি হননি। রংপুর গোয়েন্দা পুলিশের ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলামসহ পুলিশের বেশ কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে যোগায়োগ করা হলে তারা বিএনপি নেতা মোজাফফর হোসেনকে আটক করা হয়নি বলেও জানান তিনি।কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জাগো নিউজকে জানান, মোজাফফর হোসেনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। তার আটকের বিষয়টি তিনিও জানেন না বলে জানান।জিতু কবীর/এআরএ/পিআর

Advertisement