জাতীয়

এখনো খোলেনি আহসান মঞ্জিল, ক্ষোভ দর্শনার্থীদের

চলমান করোনা পরিস্থিতিতে দেশের প্রায় সবকিছু এখন মোটামুটি স্বাভাবিক। লকডাউন তুলে খুলে দেয়া হয়েছে দর্শনীয় স্থানগুলো থেকে। তবে এখনো খোলেনি রাজধানীর বুড়িগঙ্গা পাড়ের ঐতিহাসিক আহসান মঞ্জিল। করোনার কারণে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ রয়েছে এই দর্শনীয় স্থান। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১০০ জনের মতো পর্যটক আহসান মঞ্জিল এসে ফিরে যান।

Advertisement

সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা আহসান মঞ্জিলের মূল গেটের সামনে এসে ভিড় জমাচ্ছেন। টিকেট কাউন্টার বন্ধ থাকায় সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

রাজধানীর উত্তরা থেকে দুই সন্তানকে নিয়ে আহসান মঞ্জিল দেখতে আসা শহিদ উদ্দিন বলেন, ‘আমি অনেক দূর থেকে বাচ্চাদের নিয়ে এসেছি। আজকে ছুটির দিন, ভাবছি ঐতিহাসিক এই স্থানটি পরিবার নিয়ে উপভোগ করব। কিন্তু এখানে এসে হতাশ হলাম খুব। এসেই দেখি গেট বন্ধ, মঞ্জিলের দায়িত্বে থাকা কাউকে খুঁজেও পাচ্ছি না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সেলিম এসেছেন ক্লাসের অ্যাসাইনমেন্টের তথ্য সংগ্রহ করতে। তবে নিরাশ হলেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি অনেক জ্যাম পেরিয়ে সাভার থেকে এসেছি। করোনার মধ্যে দর্শনীয় সবকিছু খোলা থাকলেও আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক এই স্থাপনা এখনো বন্ধ। দ্রুত এই দর্শনীয় স্থানগুলো খুলে দেয়া হোক।’

Advertisement

আহসান মঞ্জিলের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, ‘করোনার কারণে আহসান মঞ্জিল এখন বন্ধ রয়েছে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসছেন। কিন্তু আমাদের কিছু করার নেই। সরকার বা প্রশাসনের নির্দেশ ছাড়া আমরা এটি খুলতে পারবো না।’

রায়হান আহমেদ/ইএ/জেআইএম