দেশজুড়ে

পোস্টাল অপারেটর পদে পরীক্ষার্থীদের বিক্ষোভ

ডাক বিভাগের পোস্টাল অপারেটর পদে পরীক্ষা দিতে না পেরে চট্টগ্রাম জিপিও’র সামনে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এর পর চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় তারা। চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের আওতাধীন অফিসগুলোর ৬৫টি পদে এই নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিলো।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  পোস্টাল অপারেটরের ৬৫টি পদের জন্য প্রায় ২০ হাজার পরীক্ষার্থী আবেদন করেন। শুক্রবার নগরীর কয়েকটি কেন্দ্রে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিলো। কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় পরীক্ষার্থীরা জিপিওতে আসেন তথ্য নেওয়ার জন্য। শুক্রবার জিপিও বন্ধ থাকায় সেখানেও কোনো তথ্য পায়নি তারা।সকাল ১১টার দিকে কয়েক শ আবেদনকারী কোতয়ালি থানাধীন জিপিওর সামনে অবস্থান নেন। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর তারা নগরীর জামাল খান সড়কের প্রেসক্লাবের সামনে চলে আসে।কুমিল্লার চান্দিনা থেকে আসা ফজলে আমিন নামের এক পরীক্ষার্থী জানান, “চট্টগ্রামের ইসলামিয়া কলেজে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু কেন্দ্রে গিয়ে দেখি পরীক্ষার কোনো আয়োজন নেই, পরীক্ষা হবে কি হবে না সে ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি।জামাল খান প্রেসক্লাবের সামনে অবস্থানরত কোতয়ালি থানার উপ পুলিশ পরিদর্শক দেবব্রত কর জানান, এখানে জড়ো হওয়া সবাইকে চলে যেতে বলেছি, তারা সবাই ৩০ মিনিটের মত অবস্থান করে চলে গেছে।জিপিও চট্টগ্রামের পরিদর্শক জাফর আলম বলেন, সম্ভবত হরতালের কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে, এর চেয়ে বেশি কিছু জানি না।জীবন মুছা/একে/পিআর

Advertisement