জাতীয়

খাগড়াছড়িতে হেলোর উদ্যোগে বিনামূল্যে চক্ষুশিবির

খাগড়াছড়ির মাটিরাঙায় বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করেছে বেসরকারি পেশাজীবী ও গবেষণা প্রতিষ্ঠান হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)। রোববার (২১ ফেব্রুয়ারি) চক্ষুশিবিরে দেশের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা প্রদান, ওষুধ ও চশমা বিতরণ করেন।

Advertisement

এছাড়া যেসব রোগীদের অপারেশন প্রয়োজন মনে হয়েছে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিনা খরচে অপারেশন করার ব্যবস্থা করবে হেলো।

হেলোর সভাপতি অ্যাডভোকেট আবু রেজা মোহাম্মদ কাইউম খানের সভাপতিত্বে মাটিরাঙা জোন কমান্ডার লে. কর্নেল মো. মহসিন হাসান (বিএসপি, পিএসসি) আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুস্থ থাকুন ফ্রি ক্লিনিকের প্রতিষ্ঠাতা মাহফুজ আহমেদ রাসেল।

হেলোর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদ শুভেচ্ছা বক্তব্যে বলেন, হেলো এতদিন দেশের সুবিধা-বঞ্চিতদের মাঝে হৃদরোগ বিষয়ে সচেতনতা ও চিকিৎসা সেবা দিয়ে আসছে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে হেলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর চক্ষু রোগের সচেতনতা ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করল এবং ভবিষ্যতে অন্যান্য বিষয়েও কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ আসলাম মোস্তফা লিখন, এজে তুহিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আরিফুর রহমান সজল, ডা. সেলিম মাহমুদ, ডা. আসিফ জামান তুষার, ডা. শিবলী শাহেদ, চক্ষু বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন, ডা. শুভ চক্রবর্তী, ডা. শামস আরিফ প্রোগ্রাম ম্যানেজার শাহজাদা মো. সেলিম প্রমুখ।

রোববার (২১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এমইউ/এআরএ/এমকেএইচ

Advertisement