জাতীয়

মাতৃভাষা দিবসে বনভোজনের গাড়িতে হিন্দি গান, জরিমানা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বনভোজনের গাড়িতে হিন্দি গান বাজানোর অপরাধে চট্টগ্রামে এক ট্রাকচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শাহ আমানত সেতু এলাকায় চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজা এলাকা দিয়ে বনভোজনের ট্রাকটি বেপরোয়া গতিতে ও উচ্চস্বরে হিন্দি গান বাজিয়ে অতিক্রম করছিল। এ সময় গাড়িটিতে চোখ পড়ে কর্ণফুলীর ইউএনও শাহিনা সুলতানার। নতুন ব্রিজ এলাকায় সকাল ১০টার দিকে গাড়িটিকে থামানোর সঙ্কেত দেন তিনি। কিন্তু বেপরোয়া ট্রাকচালক না থেমে উল্টো আরও জোরে চালাতে থাকেন। পেছন থেকে গাড়িটিকে ধাওয়া করেন ইউএনও শাহিনা সুলতানা। দুই কিলোমিটার পর গাড়িটি ক্রসিং এলাকা থেকে গ্রেফতার করেন তিনি। পরে লাইসেন্স না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়া হয়েছে।

কর্ণফুলীর ইউএনও শাহিনা সুলতানা জাগো নিউজকে বলেন, হিন্দি গান বাজাতে থাকা গাড়িটিকে থামানোর চেষ্টা করলে উল্টো সে গতি বাড়িয়ে চলতে থাকে। পরে ধাওয়া করে ক্রসিং এলাকা থেকে গাড়িটিকে ধরা হয়। এ সময় দেখা যায়, গাড়িচালকের কোনো লাইসেন্স নেই। এছাড়া ভাষার প্রতি অসম্মানের বিষয়টি বিবেচনায় রেখে সড়ক পরিবহন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৈনন্দিন কাজে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। চট্টগ্রামেও জেলা প্রশাসনের উদ্যোগে বিদেশি ভাষার ব্যবহার বন্ধে শনিবার (২০ ফেব্রুয়ারি) নগরজুড়ে অভিযান চালানো হয়।

আবু আজাদ/এমএসএইচ/এমকেএইচ