এ মুহূর্তে দেশের ফুটবলের সবচেয়ে গরম খবর অনলাইন বেটিং। যার মাধ্যমে ম্যাচ নিয়ে চলে বিভিন্ন ধরনের জুয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৫টি ম্যাচে অনলাইন বেটিং হয়েছে বলে অবহিত হয়েছেএশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
Advertisement
তারা এখন ম্যাচগুলো তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাফুফে ইতোমধ্যে দুই দফা চিঠি দিয়ে অনলাইন বেটিংয়ের ব্যাখ্যা চেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ব্রাদার্স ইউনিয়নের কাছে।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে ‘অনলাইন বেটিংয়ের থাবা’র খবরে হতাশ জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডে। রোববার বিকেলে এ নিয়ে জাগো নিউজের সঙ্গে আলাপকালে জেমি ডে বলেছেন, ‘এখনও প্রমাণ হয়নি ঘটনা সত্য কি না। যদি বেটিংয়ের ঘটনা সত্য হয় সেটা হবে লজ্জাজনক।’
যে অভিযোগ উঠেছে সেটাকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে তদন্ত করা উচিত বলে মনে করেছেন ২০১৮ সাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা এ ইংরেজ। ’আমি মনে করি, বিষয়টি গভীরভাবে তদন্ত করা দরকার’- বলেছেন জেমি ডে।
Advertisement
যে ৫ ম্যাচ নিয়ে অনলাইন বেটিংয়ের অভিযোগ উঠেছে তার তিনটি আরামবাগ ক্রীড়া সংঘের ও দুটি ব্রাদার্স ইউনিয়নের। অভিযোগ ওঠা ম্যাচগুলো হচ্ছে-
১৭ জানুয়ারি: আরামবাগ ক্রীড়া সংঘ বনাম মোহামেডান১৯ জানুয়ারি: ব্রাদার্স ইউনিয়ন বনাম ঢাকা আবাহনী২৩ জানুয়ারি: বসুন্ধরা কিংস বনাম ব্রাদার্স ইউনিয়ন৯ ফেব্রুয়ারি: শেখ রাসেল বনাম আরামবাগ১৩ ফেব্রুয়ারি: আরামবাগ বনাম ঢাকা আবাহনী
এসএএস/এএসএম
Advertisement