জাতীয়

ঢামেক বার্ন ইউনিটকে বাংলাদেশ ব্যাংকের অনুদান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ)-এর ‘জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউট’-এর আইসিইউকে আধুনীকিকরণে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক-এর গভর্ণর ড. আতিউর রহমান রোববার আনুষ্ঠানিকভাবে ৫০ লাখ টাকা মূল্যের আধুনিক সরঞ্জামাদি হস্তান্তর করেন।পরে আতিউর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করছে। এই হাসপাতালেরই একটি বিশেষায়িত ইউনিট ‘জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউট’ দেশের অগ্নিদগ্ধ রোগীদের নিরলসভাবে চিকিৎসা সেবা প্রদান করছে। কিন্তু আধুনিক চিকিৎসা সরঞ্জামাদি না থাকায় বার্ন ইউনিটের পক্ষে গুরুতর অগ্নিদগ্ধ রোগীদের উন্নত চিকিৎসা সেবা দেয়া সম্ভব হয়ে উঠে না। সে বিষয়টি বিবেচনায় নিয়েই বাংলাদেশ ব্যাংক বার্ন ইউনিটের আইসিইউ আধুনিকীকরণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ থেকে আধুনিক সরঞ্জামাদি ক্রয়ের জন্য ডিএমসিএইচের বার্ন ইউনিটকে এ অনুদান দেয়া হলো। ৫০ লাখ টাকা মূল্যের এসব আধুনিক চিকিৎসা সরাঞ্জামাদি ব্যবহার করে বার্ন ইউনিট অগ্নিদগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করতে সক্ষম হবে।ডিএমসিএইচ’র বার্ন ইউনিটের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সিটিটিউট-এর প্রকল্প পরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস কে সুর চৌধুরী, ডিএমসিএইচ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজুর রহমান এবং বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা প্রকল্প পরিচালক অধ্যাপক ড. সামন্ত লাল সেন। -বাসস

Advertisement