জাতীয়

শহীদ মিনারে ছাত্রলীগের ব্যানারে বিশৃঙ্খলা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকলেও মানছেন না কেউই।

Advertisement

এমন পরিস্থিতিতে রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে শতাধিক যুবক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর, বনানী থানা ছাত্রলীগ, ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগ রমনা থানাসহ বিভিন্ন অঞ্চলের ছাত্রলীগের ব্যানার নিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেন।

দেখা যায় যে, বাংলাদেশ যুবলীগের পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ মিনারে প্রবেশ করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। তার পেছন থেকে ক্রমান্বয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর শাখা প্রবেশ করার জন্য প্রস্তুতি নেয়। তখন ছাত্রলীগের নেতাদের টপকিয়ে শহীদ মিনারে যাওয়ার চেষ্টা করে ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগ। এতে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় এবং হট্টগোলের সৃষ্টি হয়।

এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের শহীদ মিনারে পূর্বে অর্পিত ফুলের ডালা মাড়িয়ে ভেঙে তার কাঠ দিয়ে প্রতিপক্ষকে আঘাত করতে উদ্যত হতে দেখা যায়। এতে শহীদ মিনারে আসা সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। হট্টগোলকারীদের সামাল দিতে হিমশিম খান নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Advertisement

এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জাগো নিউজকে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেউ এ রকম বিশৃঙ্খলা করার কথা না। সবাই ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তারপরও যদি ছাত্রলীগের কেউ বিশৃঙ্খলা করে থাকে আমরা প্রমাণ পেলে তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবো।

তবে এই বিশৃঙ্খলার আগেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এমএএস/এমএইচআর/এমআরআর/এমএস

Advertisement