ধারাবাহিক দরপতনের পর অবশেষে গত সপ্তাহে ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। ইতিবাচক বাজারে সবধরণের সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। একই সঙ্গে বেড়েছে পিই রেশিও ও বাজার মূলধন। পাঁচ কার্যদিবসের মধ্যে চারদিনই ঊর্ধ্বমুখি ছিলো দুই স্টক এক্সচেঞ্জে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ১ হাজার ৭৯০ কোটি ৬৩ লাখ ২৯ হাজার ১০০ টাকার। আগের সপ্তাহের চেয়ে ৩০০ কোটি ৪৯ লাখ ৯৭ হাজার ৬২১ টাকা বা ২০ দশমিক ১৭ শতাংশ বেশি। আগের সপ্তাহের লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯০ কোটি ১৩ লাখ ৩১ হাজার ৪৭৯ টাকার।সপ্তাহ শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৮ দশমিক ০৫ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ। ডিএস৩০ সূচক বেড়েছে ৩১ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ। আর শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ২৪ দশমিক ০৪ পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ।গেল সপ্তাহে লেনদেন হওয়া বেশিভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৮ টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আর লেনদেন হয়নি ৭টি কোম্পানির শেয়ার।সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৭২ শতাংশ। আর সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও)১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১৫ দশমিক ০৪ পয়েন্টে অবস্থান করছে।অন্যদিকে, গেল সপ্তাহে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সিএএসপিআই সূচক বেড়েছে ২ দশমিক ২৩ শতাংশ। সিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ০৭ শতাংশ এবং সার্বিক সূচক সিএসইএক্স বেড়েছে ২ দশমিক ২৪ শতাংশ।সপ্তাহে সিএসইতে গড়ে মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৯৯ কোটি ৮ লাখ ২২ হাজার ২০৮ টাকা।এসআই/এসকেডি/এমএস
Advertisement