দেশজুড়ে

বান্দরবান সন্ত্রাসীদের গুলিতে পুলিশ গুলিবিদ্ধ

পার্বত্য জেলা বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে অস্ত্র ও মাদকসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় গোলাগুলিতে পুলিশের এক সদস্য আহত হন।আটকরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সুখবিলাস গ্রামের মো. হাফেজের ছেলে ইসমাইল হোসেন বুলু (৩২) ও একই উপজেলার নাপিত পুকুরিয়া গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে  মো. রুবেল (২২)। শুক্রবার মধ্য রাতে জেলার উদলবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে জেলার উদলবুনিয়া এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ সন্ত্রাসীদের আস্তানা ঘেরাও করে ফেললে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে পুলিশ সদস্য সোহেল আহম্মেদ গুলিবিদ্ধ হন।  এসময় সন্ত্রাসীদের আস্তানা থেকে মো. ইসমাইল হোসেন বুলু এবং মো. রুবেলকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ চার রাউন্ড গুলি, একটি বিদেশী পিস্তল, ১শ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোনসেট উদ্ধার করে হয়।  পুলিশ আরো জানায়, মো. ইসমাইল হোসেন বুলু বান্দরবানের উদলবুনিয়া ও রাঙামাটি জেলার রাজবিলা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আর তিনি একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান নেতা বলে দাবি করেছে পুলিশ।বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মনজুর আলম জাগো নিউজকে জানান, আটক সন্ত্রাসী ইসমাইল হোসেন বুলুর বিরুদ্ধে থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সৈকত দাশ/এমজেড/এমএস

Advertisement