কুষ্টিয়ার খোকসা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী বিকাশ কুমার সরকারকে চেয়ার দিয়ে পিটিয়েছেন পৌর কাউন্সিল হাসেম আলী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Advertisement
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে খোকসা পৌরসভা চত্ত্বরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসেম আলী পৌরসভার ৭নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর।
পুলিশ ও স্থানীয়রা জানান, সারাদেশের মতো খোকসাতেও সমাজসেবা কার্যালয়ের সব ভাতাভোগীর টাকা সরাসরি পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিংয়ের (নগদ) হালনাগাদ কাজ চলছে। এরই অংশ হিসেবে শনিবার পৌরসভায় নগদ অ্যাকাউন্ট খোলার জন্য ভাতাভোগীরা ভিড় জমায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং লাইন করতে ইউনিয়ন সমাজকর্মী বিকাশ কুমার সরকার কাজ করছিলেন। এ সময় পৌরসভার সিঁড়ি থেকে এক মহিলা ভাতাভোগী পড়ে গেলে কাউন্সিলর হাসেম আলী তাকে প্লাস্টিকের চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে আহত সমাজকর্মী বিকাশ কুমার সরকার বলেন, নগদ অ্যাকাউন্ট খোলার জন্য ভাতাভোগীরা পৌরসভায় ভিড় জমায়। এ সময় সিঁড়ি থেকে এক মহিলা পড়ে গেলে কাউন্সিলর চেয়ার দিয়ে মাথায় আঘাত করেন।
Advertisement
খোকসার মেয়র তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।
এ বিষয়ে কথা বলতে কাউন্সিল হাসেম আলীর মোবাইলে ফোন দেয়া হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
আল-মামুন সাগর/এএইচ/জিকেএস
Advertisement