সিবগাতুর রহমান
Advertisement
মাগো তোমায় এনেছি আমরাআট-ই ফাল্গুনে,সালাম রফিক জব্বার আরবরকতের খুনে।
তোমার মুখে শুনবো আমিঘুমপাড়ানির গান,খোকা বলে ডাকবে আমায় ভরবে আমার প্রাণ।
ঠাকুমার মুখে গল্প হয়ে থাকবে আজীবন,এইতো ছিল তোমার জন্য তোমারই বাছার পণ।
Advertisement
হায়েনার মুখে ছোবল মেরেতোমায় এনেছি কেড়ে,জড়িয়ে রাখবো অধরে মাগোযাবো না তোমায় ছেড়ে।
তোমার জন্য অকাতরে প্রাণ বিলিয়েছি হেসে-খেলে,তোমারই জন্য বুকের রুধিরদিয়েছি আমরা ঢেলে।
সেই রুধিরে আগুন জ্বালায়পলাশ-শিমুল বন,ফাগুন এলে তাই কৃষ্ণচূড়ার এরূপ আয়োজন।
এসইউ/জিকেএস
Advertisement