জাতীয়

এবার সড়ক মেরামত করলো ট্রাফিক পুলিশ

প্রথমে নিজ খরচে বৈদ্যুতিক মটর কিনে সড়কের পানি নিষ্কাশনের কাজ করেছে ট্রাফিক পুলিশ। জনস্বার্থে এবার ইট ও পাথর ভাঙা দিয়ে সড়ক মেরামতের কাজে নেমেছেন তারা। আগের মতো এবারো এই মহৎ উদ্যোগটি নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সহকারী কমিশনার (এসি) মো. আবু ইউছুফ।বৃহস্পতিবার থেকে রাজধানীর সাতরাস্তা-হাতিরঝিল সংযোগ সড়কটি ইট-পাথর দিয়ে মেরামতের কাজ করছেন তারা।এসি মো. আবু ইউছুফ জাগো নিউজকে বলেন, ‘গুরুত্বপূর্ণ এই সড়কে সাত-আটটি বড় গর্তের কারণে যানচলাচলে সমস্যা সৃষ্টি হতো। জলাবদ্ধতা সৃষ্টি হতো। বাড়তো যানজট। তাই আমাদের উদ্যোগে চার পিকআপ ভ্যান ইট ও পাথর ভাঙা দিয়ে রাস্তাটি মেরামত করা হয়েছে। এসড়কে এখন থেকে একসঙ্গে তিনটি গাড়ি একসাথে চলাচল করতে পারে।’এই সড়কটি মেরামতের জন্য তিন মাস আগে টেন্ডার হলেও শুরু হয়নি এর মেরামত কাজ। গত ১৫ দিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। পরবর্তীতে আবু ইউছুফ একই জোনের পুলিশ পরিদর্শক সালাউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে ইট ও পাথর সংগ্রহ করে সড়কটি মেরামত করেন।এদিকে, পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ট্র্যাক-বাস ড্রাইভার ও সাধারণ মানুষ।এআর/এসকেডি/এমএস

Advertisement