আন্তর্জাতিক

ভারতে ১৯ দিন পর করোনা শনাক্ত ১৩ হাজার ছাড়াল

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ হাজার ১৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে টানা ১৯ দিন পর দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। খবর এনডিটিভি।

Advertisement

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল আটটা পর্যন্ত দেশটিতে মোট ১ কোটি ৯ লাখ ৬৩ হাজার ৩৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৭ জনের মৃত্যুতে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ১১১ জনে।

ভারতে করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৬ লাখ ৬৭ হাজার ৭৪১ জন। দেশটিতে সুস্থতার হার ৯৭.৩০ শতাংশ। অন্যদিকে মৃত্যুর হার ১.৪২ শতাংশ।

এদিকে, করোনা মোকাবিলায় টিকাদানে নতুন রেকর্ড করেছে ভারত। বিশ্বের মধ্যে দ্বিতীয় দ্রুততম সময়ে ১ কোটি মানুষকে টিকা দিয়েছে দেশটি।

Advertisement

শুক্রবার ভারতে পার হয়েছে ১ কোটি মানুষের টিকাদান। এতে ভারতের সময় লেগেছে ৩৪ দিন। এর আগে যুক্তরাষ্ট্রে ৩১ দিনে এক কোটি মানুষকে করোনার টিকা দেয়া হয়েছিল। এছাড়া যুক্তরাজ্যের লেগেছিল ৫৬ দিন।

এমআরআর/এমএস