আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, বিএনপির মতো ভাড়া করা দল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার জয়পুরহাটে জেলা আওয়ামী লীগের কাউন্সিলে তিনি এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। তাই কাউন্সিল করে নেতা নির্বাচন করে।আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কাউন্সিল উদ্বোধন করেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি নির্বচন না হলে এখানে কাউন্সিল হত না। দেশে মার্শাল ল আসত। নির্বাচন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে এসেছে।জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দিপু মনি, কর্নেল ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রমুখ।
Advertisement