কুমিল্লার মেঘনায় পূর্ব শত্রুতার জেরে নাজমা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মেঘনা উপজেলার ভাওরখোলা গ্রামের আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
Advertisement
এ ঘটনায় আহত ওই নারীর স্বামীসহ দুইজন মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়দের বরাত দিয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, স্থানীয় ভাওরখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আব্বাসীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের আবদুস সালামের পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সালামের বাড়িতে হামলা চালায়। হামলায় সালাম ও তার স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সালামের স্ত্রী নাজমা বেগমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
নিহত ওই নারীর স্বামী সালামের অবস্থাও সংকটাপন্ন। মৃত্যুর খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
Advertisement
মো. কামাল উদ্দিন/আরএইচ/এএসএম