খেলাধুলা

সিরিজ হার এড়াতে চায় পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে সফরকারী ইংল্যান্ড। ফলে চতুর্থ ও শেষ ম্যাচটি জিতলেই সিরিজ পকেটে তুলে নেবে ইংলিশরা। আর চতুর্থ ম্যাচ জিতে সিরিজ হার এড়াতে চাইছে পাকিস্তান। এমন লক্ষ্য নিয়েই শুক্রবার দুবাইয়ে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।২-০ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াই শুরু করে ইংল্যান্ড। এখানেও শুরুটা ভালো হয়নি তাদের। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই হারের ঢেকুঁর তোলে ইংলিশরা। আবুধাবিতে ৩৮ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় আজহার আলীর দল। সিরিজের শুরুটা দারুণ হওয়ায় আত্মবিশ্বাসেও টগবগে থাকে পাকিস্তান।তবে ঘুঁরে দাড়ানোর পণ মনের মধ্যে ঠিকই ছিল ইংল্যান্ডের। তাই সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের পুরোপুরিভাবেই মেলে ধরে মরগানের দল। ব্যাট-বল-ফিল্ডিং তিন বিভাগেই পারফরমেন্সের ঝলক দেখায় ইংল্যান্ড। ফলে ৯৫ রানের জয়ে আবুধাবিতেই সিরিজে সমতা আনে তারা।দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের ধারাবাহিকতা শারজাহতেও অব্যাহত রাখে ইংল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে বিশেষভাবে বোলাররা ইংল্যান্ডকে ম্যাচ জয়ের পথ দেখায়। ২০৮ রানেই পাকিস্তানকে বেঁধে ফেলে তারা। ৫৪ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিততে মোটেও বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। এই জয়ে সিরিজে লিড নেয়ার পাশাপাশি সিরিজ না হারাটা নিশ্চিত করে ফেলে ইংলিশরা। তাতে সিরিজের চতুর্থ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পাকিস্তান ও ইংল্যান্ডের সামনে।চতুর্থ ম্যাচটি যে গুরুত্বপূর্ণ তা বেশ ভালোই জানেন ইংল্যান্ড দলপতি ইয়োইন মরগান। তিনি বলেন, ‘সিরিজ হারছি না এটি নিশ্চিত। তবে আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়। চতুর্থ ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সিরিজ জয়ের জন্য এ ম্যাচে জয় ছাড়া বিকল্প পথ খোলা নেই আমাদের সামনে। দলের সবাই সিরিজ জিততে মরিয়া হয়ে আছে। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে, সিরিজ জয় অসম্ভব কিছু নয়।’সিরিজ জয়ের কথা না বললেও, সিরিজ হার এড়াতে চান পাকিস্তান দলপতি আজহার আলী, ‘তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় আমাদের সিরিজ জয়ের পথ বন্ধ হয়ে গেছে। তবে সিরিজ হার এড়ানোর পথ এখনো খোলা আছে। তাই এটি নিয়েই বেশি ভাবছি আমরা। সিরিজ হার এড়ানোর জন্য চতুর্থ ওয়ানডে খেলতে নামবো আমরা। সবাইকে একসঙ্গে জ্বলে উঠতে হবে। যার যার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারলেই, সিরিজ হার এড়ানো যাবে।’পাকিস্তান স্কোয়াড : আজহার আলী (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আমের ইয়ামিন, আনোয়ার আলী, বাবর আজম, বিলাল আসিফ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ রিজওয়ান, রাহাত আলী, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, ইউনিস খান ও জাফর গোহার।ইংল্যান্ড স্কোয়াড : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিঙ্গস, জস বাটলার, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, জেমস টেইলর, রিস টোপলি, ডেভিড উইলি ও ক্রিস ওয়াকস।বিএ

Advertisement