বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে না বলতে হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার। রোববার সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনী গণমিলনায়তনে সাবেক সাংসদ ও জাসদের স্থায়ী কমিটির প্রয়াত সদস্য মোস্তাফিজুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদকে না বলতে হবে। এরসঙ্গে জড়িতদেরও না বলতে হবে। রাজাকারকে রাজাকার বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো। আজ একদিকে মানবতাবিরোধী অপরাধে যুদ্ধাপরাধীদের বিচার চলছে, অপরদিকে মুক্তিযুদ্ধের চেতানায় উদ্ধুদ্ধ হয়ে বাংলাদেশকে মাধ্যম আয়ের দেশে উন্নিত করার কাজ চলছে। আমাদেরকে সঠিক ইতিহাসের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে।সংসদ সদস্য শিরীন আখতার আরও বলেন, সততা, নিষ্ঠা ও ত্যাগের রাজনীতির বিরল দৃষ্টান্ত মোস্তাফিজুর রহমান। দুর্নীতি ও লোভের উর্ধ্বে উঠে জনগণের রাজনীতি চর্চার জন্য তিনি রাজনৈতিক কর্মীদের মাঝে স্মরণীয় হয় থাকবেন।প্রয়াত সাংসদ মোস্তাফিজুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে গঠিত নাগরিক কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁঞার সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন- গণতান্ত্রিক কর্মী শিবিরের কমরেড নুরুল হক মেহেদী, নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক ডা. এ বি এম জাফর উল্যা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডীন ড. গাজী সালেহ উদ্দিন, চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল।
Advertisement