জাতীয়

এ পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে সাড়ে ১৮ লাখ মানুষকে

এ পর্যন্ত দেশের প্রায় সাড়ে ১৮ লাখ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের মধ্যে পুরুষ ১২ লাখ ৩৩ হাজার ৬৫৫ জন ও নারী ছয় লাখ ১৪ হাজার ৬৫৮ জন। গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৬১ হাজার ৯৩৫ জনকে টিকা দেয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৭ জানুয়ারি দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু হয়। ভ্যাকসিন নেয়ার পর এ পর্যন্ত ৫৩৭ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গের কথা জানিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এমন উপসর্গের কথা জানান ২৭ জন।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকায় পাঁচ লাখ ১৮ হাজার ৯৮৩ জন, ময়মনসিংহে ৮৩ হাজার ২৭৬ জন, চট্টগ্রামে চার লাখ ১৯ হাজার ৫৩০ জন, রাজশাহীতে দুই লাখ ১৩ হাজার ১৫ জন, রংপুরে এক লাখ ৭২ হাজার ৭৮৩ জন, খুলনায় দুই লাখ ১৫ হাজার ৮১৬ জন, বরিশালে ৯১ হাজার ২৪৯ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৩৩ হাজার ৬৬১ জন ভ্যাকসিন নিয়েছেন।

Advertisement

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহী বিভাগে ৩২ হাজার ২২৪ জন, রংপুর বিভাগে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনা বিভাগে ৩৪ হাজার ১৯৫ জন, বরিশাল বিভাগে ১৪ হাজার ৪৪৪ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৩০০ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এমইউ/এসএস/জিকেএস