শুক্রবার বিকেল ৩টা থেকে সাকা-মুজাহিদের ফাঁসি দ্রুত কার্যকর এবং লেখক-প্রকাশকদের খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগে গণসমাবেশ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। যতক্ষণ এই কুখ্যাত দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করা না হয়, ততক্ষণ ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র।বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে সকাল থেকেই রাজপথে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। সকাল থেকে শাহবাগে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ। কিছুক্ষণ পরে সেখান থেকে হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে ফিরে আসে, চলতে থাকে হরতালের বিরুদ্ধে অবস্থান।অবস্থান কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “জামায়াত যুদ্ধাপরাধী সংগঠন, যারা সাংগঠনিকভাবে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে হত্যা-গণহত্যায় জড়িত হয়। বাংলাদেশবিরোধী এই সংগঠনের বাংলাদেশে হরতাল ডাকার কোনো অধিকার নেই। তাছাড়া দুই কুখ্যাত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী আর মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার সমস্ত ধাপ শেষ হওয়ার পর, উচ্চ আদালতে রিভিউ নিষ্পত্তির পর এই রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা মানে বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের এই হরতালকে আমরা প্রত্যাখ্যান করছি।”মুক্তিযুদ্ধের গান, কবিতা আবৃতি আর হরতালবিরোধী স্লোগানে চলতে থাকে গণজাগরণ মঞ্চের হরতালবিরোধী অবস্থান। ইমরান এইচ সরকার বলেন, “সারাদেশের মানুষ এই হরতালকে প্রত্যাখ্যান করে যার যার কাজে বেরিয়েছে। যেখানেই জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা রাস্তায় নামার চেষ্টা করেছে, সেখানেই সাধারণ মানুষ তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। যুদ্ধাপরাধীদের রক্ষার এই অবৈধ হরতাল দেশের মানুষ কখনোই মেনে নেয়নি।”আলী আহসান মুজাহিদ আর সালাউদ্দিন কাদের স্বাধীনতার পরেও বাংলাদেশে পাকিস্তানের নানা ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করে গেছে বলে জানান ইমরান এইচ সরকার। তিনি বলেন, “সাকা-মুজাহিদের ফাঁসিতে পাকিস্তানি ষড়যন্ত্রের কবর রচিত হবে।”যেহেতু রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই, তাই দ্রুত রায় কার্যকর করে বাংলাদেশকে পাকিস্তানি ষড়যন্ত্রমুক্ত করার আহ্বান জানান তিনি।যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের আর মুজাহিদের ফাঁসির দণ্ড দ্রুত কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত এবং দেশকে অস্থিতিশীল করার সকল প্রচেষ্টা রুখে দেবার আহ্বান জানান ইমরান এইচ সরকার।এএম/বিএ
Advertisement