আইন-আদালত

চিকিৎসার শর্তে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির জামিন

গুরুতর অসুস্থ হওয়ায় একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ঠাকুরগাঁওয়ের আবেদ হোসেনকে চিকিৎসার শর্তে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান।

Advertisement

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আসামির জামিন আবেদনের শুনানি নিয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানিত ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন‌।

আবদুস সাত্তার পালোয়ান বলেন, ‌‘আবেদ হোসেন বর্তমানে পাইলসের চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অপারেশন করতে হবে। এজন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে চিকিৎসার জন্য শর্তসাপেক্ষ জামিন দিয়েছেন।’

২০১৯ সালের ২৫ জুন এ আসামিকে গ্রেফতার করা হয়েছিল। একই বছরের ৮ আগস্ট ধানমন্ডির তদন্ত সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রধান সমন্বয়ক এম সানাউল হক জানিয়েছিলেন, এ মামলায় একমাত্র আসামি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানার বোবড়া এলাকার আবু তৈয়বের ছেলে আবেদ হোসেন।

Advertisement

তার বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও জোরপূর্বক শ্রমের মোট ৩টি অভিযোগ আনা হয়। আসামি আবেদ জামায়াতে ইসলামীর সমর্থক।

এফএইচ/এমআরআর/এমকেএইচ