দেশজুড়ে

৮৬৫ ভোট পেয়ে জামানত হারালেন বিএনপি প্রার্থী

পৌর নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে ৮৬৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রুবায়েত হোসেন শামীম মণ্ডল। এছাড়াও জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আবুল হাসান।

Advertisement

রোববার (১৪ ফেব্রুয়ারি) চতুর্থ ধাপে ত্রিশাল পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন।

তিনি বলেন, প্রাপ্ত ভোটের ৮ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

Advertisement

ত্রিশাল পৌর নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এ বি এম আনিছুজ্জামান আনিছ জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৫৯ ভোট। নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকার পেয়েছেন ছয় হাজার ৬৭৪ ভোট। অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী রুবায়েত হোসেন শামীম মণ্ডল পেয়েছেন ৮৬৫ ভোট।

এ পৌরসভায় ১৪টি কেন্দ্রের ৭৮টি কক্ষে ভোটগ্রহণ হয়। ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২৩০ জন ও নারী ১৩ হাজার ৫৯২ জন।

প্রসঙ্গত, পৌর নির্বাচনে ভোটার সংখ্যা অনুপাতে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে মেয়র পদপ্রার্থীদের জমা দিতে হয়। মোট প্রাপ্ত ভোটের আট ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায়। তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত করা হয়।

মঞ্জুরুল ইসলাম/এসএমএম/এএসএম

Advertisement