আন্তর্জাতিক

ভারতে অগ্নি-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

অগ্নি-২ নামের একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত।  পরমাণু অস্ত্র বহনে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটি ওডিশা সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার ভার্দাক জেলার হুইলার দ্বীপে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। খবরে বলা হয়েছে, ভারতের ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভালপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে রবিবারের এ পরীক্ষা চালানো হলো।দুই হাজার কিলোমিটারের বেশি দূরে আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রটির ওজন ১৭ টন। অগ্নি-২ ট্রেন কিংবা রাস্তায় চলা মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যেতে পারে। আর নিক্ষেপের জন্য এ ক্ষেপণাস্ত্রটি প্রস্তুত করতে সময় লাগবে মাত্র ১৫ মিনিটি। - ইন্ডিয়া টুডে

Advertisement