জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ-সদস্যদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি করে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। বাল্যবিবাহ রোধ করতে পারলে মাতৃস্বাস্থ্য উন্নয়নসহ মাতৃমৃত্যুহার আরো কমিয়ে আনা সম্ভব হবে। বৃহস্পতিবার ইউএনএফপিএ (UNFPA–United Nations Population Fund) এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইয়োরিকো ইয়াসুকাওয়া (Yoriko Yasukawa) স্পিকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্পিকার দেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহে সহযোগিতার জন্য ইউএনএফপিএ প্রতিনিধিকে আহবান জানান।সাক্ষাতকালে স্পিকার দেশের মা ও শিশুদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য ইউএনএফপিএ-এর প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি সামাজিক ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশে মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস এবং বাল্যবিবাহ রোধে ইউএনএফপিএ-এর ভুমিকার প্রশংসা করেন।তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ইউএনএফপিএ-এর অব্যাহত সহযোগিতা জাতীয় উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। তিনি ভবিষ্যতে ইউএনএফপিএ -এর সহযোগিতা আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।ইয়োরিকো ইয়াসুকাওয়া জনসংখ্যা নিয়ন্ত্রণ ও জেন্ডার সমতায় দেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইউএনএফপিএ এর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, শিশু স্বাস্থ্য রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যেহেতু সংসদ-সদস্যগণ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে আরও সচেতনতা বৃদ্ধির সুযোগ রয়েছে। তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু হার হ্রাস এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে যৌথ কার্যক্রম আরও জোরদার করারও আগ্রহ প্রকাশ করেন।এইচএস/এএইচ/পিআর
Advertisement