জাতীয়

আ.লীগ ক্ষমতায় থাকলে ভাতের অভাব হয় না : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভাতের অভাব হয় না আর অন্যরা ক্ষমতায় থাকলে খাদ্য আমদানী করতে হয়, খাদ্য ঘাটতি হয়। আমরা ক্ষমতায় আসার পর শুধু খাদ্য ঘাটতি পূরণই করিনি এখন অল্প হলেও খাদ্য রফতানী করছি। শাক-সব্জি রফতানী করছি।রোববার বিকেলে জামালপুরের বৈশাখী মেলা মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।মতিয়া চৌধুরী সরকারের সাফল্য তুলে ধরে বলেন, আমরা ইতিমধ্যে দেশের ৬৪ ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছে দিয়েছি। সাড়ে ৩ হাজার থেকে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছি।সাম্প্রতিক দেশব্যপী বিদ্যুৎ বিপর্যয়ের প্রসঙ্গ তুলে মতিয়া চৌধুরী বলেন, এই বিপর্যয় নিয়ে একটি মহল ফায়দা লুটার,দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে কিন্ত মানুষ সাড়া দেয়নি। কারণ মানুষ এখন ভালো আছে।যুদ্ধাপরাধীর বিচার প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, রায় কার্যকর হচ্ছে, আরও হবে। যতো চাপই আসুক বাংলার মাটিতে যুদ্ধাপরাধীর বিচার হবেই।ডা: এম এ মান্নান খানের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য রেজাউল করীম হীরা এমপি, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, অ্যাডভোকেট জাহিদ আনোয়ার, রেজাউল করিম রেজনু প্রমুখ বক্তব্য রাখেন।

Advertisement