লক্ষ্মীপুরে কোনো সম্মেলন ছাড়াই একরাতে ছাত্রদলের ১৩টি শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এসব কমিটিতে স্বাক্ষর করেন।
Advertisement
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফেসবুক আইডিতে কমিটিগুলো প্রকাশ করা হয়।
মাগফুর আহমেদ জিহাদকে আহ্বায়ক ও আরমান হোসেনকে সদস্যসচিব করে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আট সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক ইউছুফ আলী জুয়েল ও সদস্যসচিব রায়হান ইসলামকে মনোনীত করা হয়।
Advertisement
চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনির হোসেন মহিমকে। সদস্যসচিব হয়েছেন নাজমুল হোসেন নীরব।
দত্তপাড়া ডিগ্রি কলেজের ১২ সদস্যের কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন ইকবার হোসেন বিপুল ও সদস্যসচিব নুরুল আমিন সোহান।
দালাল বাজার ডিগ্রি কলেজের ৯ সদস্যের কমিটির আহ্বায়ক আরমান হোসাইন ও সদস্যসচিব এমরান হোসেন। রামগতি উপজেলার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব ইরাজ মাহমুদ বাবু ওরফে মমিন উল্যাহ।
রামগতি আ স ম আবদুর রব কলেজের ২১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক আব্বাস উদ্দিন ও সদস্যসচিব ইউসুফ কামাল শান্ত। রামগতি পৌরসভার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক শাহজাদা প্রিন্স ও সদস্যসচিব ওমায়ের হোসেন।
Advertisement
রামগঞ্জ উপজেলার ২১ সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন জহির রায়হান বাবু ও সদস্যসচিব রাকিব হাসান। রামগঞ্জ সরকারি কলেজের ৯ সদস্যের কমিটির আহ্বায়ক বাহার হোসেন ও সদস্যসচিব কামরুল দেওয়ান।
রামগঞ্জ পৌরসভায় ১৯ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এতে আহ্বায়ক মনোনীত হয়েছেন শাহিন আলম মুন্না ও সদস্যসচিব হুমায়ুন কবির সাদ্দাম।
রায়পুর সরকারি কলেজের ১২ সদস্যের কমিটির আহ্বায়ক ফজলে রাব্বি ও সদস্যসচিব ফজলে রাব্বি হৃদয়। কমলনগরের হাজিরহাট উপকূল সরকারি কলেজের ২১ সদস্যের কমিটির আহ্বায়ক মেহেদি হাসান দাউদ ও সদস্যসচিব ওসমান গণি।
কমিটির বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে ছাত্রদলের ১৩ শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে কমিটিগুলোর অধীনে থাকা অন্যান্য সকল শাখা কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।’
কাজল কায়েস/এসআর/জিকেএস