বিনোদন

ঐশ্বর্যর প্রেমে হাবুডুবু সিদ্ধার্থ

কয়েকদিন যাবৎ ঐশ্বর্যই ধ্যানজ্ঞান হয়ে উঠেছেন সিদ্ধার্থ কাপুরের। বলিউডে তিনি এখনও সুপরিচিত কেউ নন। তিনি আসলে শ্রদ্ধা কাপুরের ভাই। ‘শুটআউট অ্যাট ওয়াডলা’ ছবিতে তাঁকে ডেবিউ অভিনেতা হিসেবে দেখা গিয়েছিল। কয়েকদিন ধরে তাঁর এমন স্বপ্নের কারণটা কি? কারণ আছে বইকি। তিনি আসলে সঞ্জয় গুপ্তার ‘জসবা’ ছবিতে কাজ করছেন। এটি ঐশ্বর্যরও কামব্যাক ছবি। তাই স্বপ্নের নায়িকার সঙ্গে কাজ করার প্রস্তাবটা পাওয়া থেকেই সিদ্ধার্থ এক প্রকার পাগলই হয়ে উঠেছেন। সিদ্ধার্থের এই ছবিতে থাকার কথা পরিচালক ‘মুম্বই মিরর’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। ছবিতে ঐশ্বর্য একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। আর সিদ্ধার্থ এর এমন মানুষ যে মানসিকভাবে কারও কাছে সাহায্যপ্রার্থী। এই ছবিতে ইরফান খান একজন বহিস্কৃত পুলিশ অফিসার এবং তাঁর অধ্যাপিকা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমি।

Advertisement