বিনোদন

শাওনের কণ্ঠে মুগ্ধ জয়া

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসান। যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চমৎকার শাওন! অসাধারণ একটা ডুয়েট, আমি মুগ্ধ।’ আরেক অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহের আফরোজ শাওনের কণ্ঠে নতুন একটি গান শুনে তিনি এভাবেই মুগ্ধতা প্রকাশ করলেন।

Advertisement

শাওন ছোটবেলা থেকেই নিয়মিত গান করেন। গানের অ্যালবামও প্রকাশ হয়েছে তার। তার কণ্ঠ শোনা গেছে বহু নাটকে। সর্বশেষ তিনি সাড়া ফেলে দিয়েছিলেন ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি গেয়ে। চঞ্চল চৌধুরীর সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটি গেয়ে সব শ্রেণির শ্রোতার মন মাতিয়েছেন।

আবারও তিনি গেয়েছেন নতুন গান। দেশের সবচেয়ে বড় ফোক রিয়্যালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের একজনশিল্পীর সঙ্গে গেয়েছেন। শিল্পীর নাম পলাশ চন্দ্র শীল। এই শিল্পীর সঙ্গে তিনি গেয়েছেন ‘কানার হাট বাজার’ শিরোনামের গানটি। আর সেটি শুনেই মুগ্ধ জয়া।

ফোক রিয়ালিটি শো ম্যাজিক বাউলিয়ানার তৃতীয় আসর শুরু হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বর। বাংলার বাউল গান দিয়ে সারা বিশ্ব মাতাতে সান ফাউন্ডেশনের এই উদ্যোগের পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। আয়োজনটি সম্প্রচার করা হয় মাছরাঙা টেলিভিশনে। ২৬ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত প্রতিযোগীতায় সারা দেশ থেকে নিবন্ধন করেছিলেন ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী। এরপর দেশজুড়ে দীর্ঘ অডিশন ও সিলেকশন পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পান মাত্র ২৬ জন।

Advertisement

বিচারকদের বিচারে শেষ পর্যন্ত টিকে যারা সেরা পাঁচ প্রতিযোগী- তারা হলেন লালমনিরহাটের শিরাজাম মুনিরা পাখি, কুষ্টিয়ার ইতি ইব্রাহিম, রাজবাড়ীর সোহেল ভেড়ো, টাঙ্গাইলের পলাশ চন্দ্র শীল এবং চট্টগ্রামের নয়ন শীল।

চ্যাম্পিয়ন বাছাই শুরুর আগেই সারা বিশ্বে শুরু হয় কোভিড-১৯–এর প্রকোপ। এমন পরিস্থিতিতে আড়ম্বরপূর্ণ গ্রান্ড ফিনালে আয়োজন করা সম্ভব হয় না। তবে ২২ অক্টোবর ২০২০ মাছরাঙা টেলিভিশনে এই আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ম্যাজিক বাউলিয়ানা ২০১৯-এর বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় সেরা পাঁচের সবাইকে। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় আড়াই লাখ টাকার প্রাইজমানি।

এছাড়া পাঁচজনের আলাদা আলাদা মিউজিক ভিডিও নির্মাণ করে টিভি ও ইউটিউবে সম্প্রচার করার ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ম্যাজিক বাউলিয়ানাদের সঙ্গে মিউজিক ভিডিওতে অংশ নেন দেশসেরা পাঁচজন সেলিব্রেটি। যেখানে ইতি ইব্রাহিমের সঙ্গে গান গেয়েছেন এবং অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিরাজাম মুনিরা পাখির সঙ্গে ফজলুর রহমান বাবু, সোহেল ভেড়োর সঙ্গে তারিন, পলাশ চন্দ্র শীলের সঙ্গে মেহের আফরোজ শাওন, নয়ন শীলের সঙ্গে কুসুম শিকদার।

লোকসংগীত বাংলাদেশের বিদগ্ধজন থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবার কাছে সমান জনপ্রিয়। আর এ গানের আবেদন অতীতেও যেমন ছিল, বর্তমানেও তেমন আছে এবং ভবিষ্যতেও থাকবে।

Advertisement

বাউল গানের এই সুরসুধার যথাযথ পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সালে প্রথমবারের মতো নেওয়া হয় দেশব্যাপী লোকসংগীতের প্রতিভা খুঁজে আনার উদ্যোগ ম্যাজিক বাউলিয়ানা। সারা দেশে ব্যাপক সাড়া পাওয়ার পর কাজ শুরু হয় বাউলগানকে বিশ্বের দরবারে তুলে ধরার। বিশ্ব জানুক, কী দারুণ সুর আর দর্শন আছে এই বাংলার বাউলগানে, লোকসংগীতে। এরই ধারাবাহিকতায় আয়োজন করা হয় এশিয়ার সর্ববৃহৎ লোকসংগীত উৎসব ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।

এখানেই থেমে থাকা নয়। লোকসংগীতের ঐতিহ্য, সংস্কৃতিকে টিকিয়ে রাখতে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরি এবং শিল্পীদের সঠিক মূল্যায়ন করতে ও তাদের পাশে দাঁড়াতে প্রয়োজন একটি ফাউন্ডেশনের। সেই অভিপ্রায়েই যাত্রা শুরু হয় সান ফাউন্ডেশনের। সান ফাউন্ডেশন বাংলার লোকসংগীতের লালন এবং প্রসার- সবদিকেই কাজ করে যাচ্ছে।

এলএ/এএসএম