দেশজুড়ে

না.গঞ্জে সাত কোটি টাকার ভারতীয় শাড়ি কাপড় উদ্ধার

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, চাদর, ট্রাক ও বাল্কহেড উদ্ধার করেছে পাগলা কোস্টগার্ড স্টেশন। যার আনুমানিক মূল্য প্রায় সাত কোটি টাকা। তবে অভিযানের সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান এসব তথ্য জানান। তিনি জানান, ভোর ৪টার দিকে কোস্টগার্ড এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যৌথ টিম দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ধলেশ্বরী নদীর কুইচ্চামারা এলাকায় অভিযান চালায়। এ সময় নদীতে নোঙর করা একটি বাল্কহেড থেকে ট্রাকে ভারতীয় কাপড় লোড করা হচ্ছিল। কোস্টগার্ড ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের দেখে কাপড়ের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ট্রাক ও বাল্কহেড হতে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়ের বান্ডিল উদ্ধার করা হয়। এসব কাপড়সহ ট্রাক ও বাল্কহেডের মূল্য প্রায় সাত কোটি টাকা। কাপড়গুলো গণনা চলছে। অভিযানে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কশিমনার ইমাম গাজ্জালী উপস্থিত ছিলেন। শাহাদাত হোসেন/এআরএ/পিআর

Advertisement