খেলাধুলা

করোনা ভ্যাকসিন নিয়েই নিউজিল্যান্ড যাবে টাইগাররা

ক্রিকেট বড় নিষ্ঠুর। একটা সিরিজ বা সফর শেষ না হতেই চলে আসে আরেক সিরিজ। ভিন্ন কোনো আসর কিংবা টুর্নামেন্ট। পরাজয়ের শোকে হাত-পা গুটিয়ে বসে থাকার অবকাশ নেই। ঘরের মাঠে চেনা-জানা পরিবেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে করুণভাবে হারার পর টাইগারদেরও চুপচাপ বসে থাকার সুযোগ নেই।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের সাথে হোম সিরিজ শেষ হতেই চলে আসছে নিউজিল্যান্ড সফর। আগামী সপ্তাতেই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় দল।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, তারা দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়েছেন। আগামী দু’একদিনের মধ্যেই দল ঘোষণা হবে।

নান্নু আরও জানান, ‘করোনার কারণে যেহেতু গিয়ে কয়েকদিন কোয়ারেনটাইনে থাকার পর পুরো দলকে জৈব সুরক্ষা বলয়ে একসঙ্গে হোটেলে থাকতে হবে, তাই সফরের মাঝামাঝি বা ওয়ানডে সিরিজ শেষে আর নতুন করে কাউকে উড়িয়ে নেয়ার সুযোগ নেই, তাই তারা একবারে ২০ জনের বড় বহর তৈরি করে পাঠাবেন।’

Advertisement

প্রসঙ্গতঃ আগামী ১৯ মার্চ ডুনেডিনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি।

যেহেতু জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে এবং গড়পড়তা এক বা দুই দিন পর পরই ম্যাচ- তাই আর দেশ থেকে খেলোয়াড় উড়িয়ে নেয়ার সুযোগ নেই। তাই একবারে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল পাঠানো হবে।

প্রধান নির্বাচক আরও জানিয়েছেন, দলের সঙ্গে এবার নির্বাচকদের মধ্য থেকে নিউজিল্যান্ড যাবেন হাবিবুল বাশার সুমন। এদিকে সব কিছু ঠিক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপে বসবে তামিম, মুশফিক, রিয়াদ, মোস্তাফিজ ও মিরাজরা।

আগেই জানা, এখন আর দেশের মাটিতে কোন অনুশীলন হবে না। সব প্র্যাকটিস হবে নিউজিল্যান্ডের মাটিতে। কোয়ারেন্টাইন শেষে প্রায় দুই সপ্তাহ ধরে নিউজিল্যান্ডে অনুশীললন করবেন টাইগাররা।

Advertisement

এদিকে বোর্ডের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দেশ ছাড়ার আগে ভ্যাকসিন নিয়ে যাবেন ক্রিকেটাররা। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী আজ সোমবার জাগো নিউজকে জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের করোনার টিকা দেয়ার পরিকল্পনা আছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিন নিয়ে নেবেন ক্রিকেটাররা।

দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের করোনার টিকা দেয়ার কাজটি নিজে তদারক করছেন এবং যথা সম্ভব ভালো জায়গায় নিউজিল্যান্ডগামী দলের সব ক্রিকেটারকে করোনার টিকা দেয়া হবে।’

এআরবি/আইএইচএস/এমএস