দেশজুড়ে

হরতালের প্রভাব নেই মুজাহিদের নিজ শহরে

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে জামায়েতের ডাকা সারা দেশব্যাপি হরতালের কোনো প্রভাব নেই তার নিজ শহর ফরিদপুরে।বৃহস্পতিবার সকাল থেকেই শহরের পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূর-পাল্লার যানবাহন। আঞ্চলিক রুটগুলোতেও যানবাহন চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে। শহরের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানগুলোও যথাসময়ে খুলেছে। অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যাংক-বীমার কার্যক্রমও রয়েছে স্বাভাবিক।হরতাল সমর্থনে শহরের কোথাও কোনো পিকেটিং করতে দেখা যায়নি। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান।এদিকে, হরতাল প্রত্যাখান ও কুখ্যাত দুই রাজাকার আলী আহসান মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার তালমা মোড়ে হরতাল বিরোধী মিছিল হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালাম কাজী, আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান, বিশ্বজিৎ প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।এস এম তরুন/এআরএ/পিআর

Advertisement