ক্যাম্পাস

অমানুষদের কবল থেকে বিশ্বকে রক্ষা করতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘জ্ঞান-বিজ্ঞানে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, তখন বিশ্বের বিভিন্ন জায়গায় বর্বরতা, সহিংসতা, সংঘাত, হত্যাযজ্ঞ চলছে। এসব অমানুষদের কবল থেকে বিশ্বকে রক্ষা করতে হবে।’বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ‘বিশ্ব দর্শন দিবস’ উপলক্ষে দর্শন বিভাগ ও গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনোস্কো ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ‘বিশ্ব দর্শন দিবস’ হিসাবে পালন করা হয়।ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। এছাড়া, আরও বক্তব্য রাখেন দর্শন বিভাগের প্রবীণ শিক্ষক ও স্বনামধন্য দার্শনিক অধ্যাপক ড. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. গালিব আহসান খান, অধ্যাপক ড. নীরুকুমার চাকমা এবং গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক লতিফা বেগম।উপাচার্য বলেন, ‘পৃথিবীকে শান্তির পৃথিবী বানাতে হলে সকল অপরাধীকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। অশান্তি, সংঘাত, সহিংসতা থেকে বেরিয়ে আসতে হলে নতুন প্রজন্মকে মানবতাবাদী দর্শনের শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বলেন, অপরাধীকে রাষ্ট্রের দর্শন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন এবং মুক্তিযুদ্ধের চেতনার দর্শন সম্পর্কে অবহিত হতে হবে এবং অনুসরণ করতে হবে। আমাদের সকলকে মানবিক দর্শনের চর্চা করতে হবে।’ এমএইচ/এসকেডি/পিআর

Advertisement