দেশজুড়ে

ঝালকাঠিতে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট, বন্ধ বাস চলাচল

ঝালকাঠির সাত রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকর ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।

Advertisement

তিনি বলেন, শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠা-নামাকে কেন্দ্র করে দুই দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকদের সঙ্গে বরিশাল রুপাতলীর বাস শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করলেও বরিশালের শ্রমিকরা ন্যায্য বিচার পায়নি বলে দাবি করেন।

এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরের বাস ও মিনিবাসের শ্রমিকরা একযোগে এই ধর্মঘট ডাক দেন। ফলে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও খুলনার সাথে বাসচলাচল বন্ধ রয়েছে।

মো. আতিকুর রহমান/ আরএইচ/জিকেএস

Advertisement