আন্তর্জাতিক

করোনায় ইস্তাম্বুলের সাবেক মেয়রের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তুরস্কের ইস্তাম্বুল শহরের সাবেক মেয়র কাদির তোপবাস। শনিবার ৭৬ বছর বয়সে মারা যান তুরস্কের প্রবীণ এ রাজনীতি। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

Advertisement

গত বছরের ২০ নভেম্বর তার করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে থেকে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হয়। গত সপ্তাহে তার কিডনির ডায়ালাইসিস করা হয়। অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো তাকে।

রোববার ঐতিহাসিক ফাতিহ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান তার সফর সংক্ষিপ্ত করে ইস্তাম্বুলের দিকে রওনা হয়েছেন।

কাদির তোপবাসের মৃত্যুতে গভীর শোকাহত এরদোগান। তিনি এক টুইটে লেখেন, আমি কাদিরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ইস্তাম্বুল ও তুরস্কের জনগণের জন্য যা করে গেছেন তা অবিস্মরণীয়।

Advertisement

এরদোগানের জাস্টিস অ্যান্ড একে পার্টির মনোনয়নে ২০০৪ সালে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন কাদির। তিনি তিন মেয়াদে মেয়র পদে জয়ী হন। ২০১৭ সালের তিনি পদত্যাগ করেন। ১৯৯৪ সাল থেকে ‘৯৮ পর্যন্ত ইস্তাম্বুলের মেয়র ছিলেন এরদোগান।

বিএ/এমএস