তরুণীর ফোন পেয়ে আত্মহারাএকদিন ঘুমাতে যাওয়ার আগে বল্টুর ফোনে কল এলো-বল্টু: হ্যালো, কে?মেয়ে: চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই।বল্টু: কে গো তুমি?মেয়ে: আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই।বল্টু: কে সোনা তুমি?মেয়ে: সঙ্গী সঙ্গী, আমরা অমর সঙ্গী।বল্টু: সত্যি সোনা, তুমি আমাকে বিয়ে করবে? আই লাভ ইউ।মেয়ে: গানটি কলার টিউন হিসাবে সেট করার জন্য ২ টিপুন।
Advertisement
****
সন্তানকে ঘুম থেকে তোলার উপায়১৯৯০ সালে বলতেন-মা-বাবা: বল্টু উঠে পর, সূর্য উঠে গেলো যে।বল্টু: তুমি এতো দেরি করে ডাকো কেন আমায়?
২০০০ সালে বলতেন-মা: বল্টু ওঠ, তোর বাবা বকতেছে।বল্টু: কী?এখনই উঠছি।
Advertisement
২০১৬ সালে বলতেন-মা: বল্টু, উঠবি না-কি মাইর দিবো?বল্টু: বিরক্ত করোনা তো মা। মাত্র তো ৮টা বাজে।
২০২০ সালে বলতেন-মা: বল্টু তাড়াতাড়ি আয়, তোর বাপ তোর ফোনে কী যেন চেক করছেন।বল্টু: এক সেকেন্ডেই আসছি।
****
ইংরেজি না বুঝলে যা হয়পল্টু ইংরেজিতে একটু কাঁচা। একবার আমেরিকায় সমুদ্রসৈকতে সান বাথ নিচ্ছিলেন। এক লোক তার পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, ‘আর ইউ রিলাক্সিং?’
Advertisement
এই রিলাক্সিং শব্দটি পল্টুর কাছে নতুন ছিল। তাই সে মনে মনে ভাবল, রিলাক্সিং মনে হয় কারো নাম। এই ভেবে সে বলল, ‘নো, আই অ্যাম পল্টু।’ লোকটি এটা শোনার পর অবাক হয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পর এক মহিলা পল্টুকে জিজ্ঞেস করলেন, ‘আর ইউ রিলাক্সিং?’ পল্টু বললেন, ‘নো নো আই অ্যাম পল্টু।’ মহিলাও অবাক হয়ে চলে গেলেন। এমন আরও দু’জন প্রশ্ন করাতে পল্টু বিরক্ত হয়ে উঠে হাঁটা ধরলেন।
সামনে গিয়ে দেখেন ট্রাম্পও ছাতার নিচে বিশ্রাম নিচ্ছেন। পল্টু কী মনে করে তাকে জিজ্ঞেস করলেন, ‘আর ইউ রিলাক্সিং?’ ট্রাম্প বললেন, ‘ইয়েস, আই অ্যাম। বাট, হোয়াই?’
এটা শোনার পর পল্টু ট্রাম্পকে কষে ৫-৬টা থাপ্পড় দিয়ে বললেন, ‘ওইদিকে তোকে সব মানুষ খুঁজছে। আর তুই এখানে ছাতার তলে বাতাস খাস!’
এসইউ/এমএস