আন্তর্জাতিক

করোনা সংক্রমণের শুরুর দিকের তথ্য দিতে চীনের অস্বীকৃতি

চীনে করোনাভাইরাসের উৎস সন্ধানে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তদন্তকারী দলের একজন সদস্য বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব যখন শুরু হয়, সেই সময়ের সংক্রমণের মূল তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

Advertisement

২০১৯ সালের ডিসেম্বরে যখন চীনের উহানে করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে, সে সময়কার ১৭৪টি সংক্রমণের তথ্য মূল তথ্য চেয়ে আবেদন করেছিল ডব্লিউএইচও’র বিশেষজ্ঞ দল। কিন্তু তথ্যের বদলে তাদের শুধু সারমর্ম দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্য ও সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডমিনিক ডিওয়ের।

রয়টার্সকে তিনি বলেন, এই মূল তথ্যগুলো ‘লাইন লিস্টিংস’ নামে পরিচিত এবং সাধারণত এগুলোতে নাম প্রকাশ করা থাকে না। কিন্তু এতে বিস্তারিত কিছু তথ্য যেমন- প্রত্যেক রোগীকে যে প্রশ্নগুলো করা হয়েছে, তাদের উত্তর এবং কীভাবে সেই উত্তরগুলো বিশ্লেষণ করা হয়েছে প্রভৃতি।

তিনি আরও বলেন, কোনো প্রাদুর্ভাবের তদন্তে এটি আদর্শ একটি চর্চা। মূল তথ্য পাওয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ ১৭৪ জনের মধ্যে মাত্র অর্ধেকের সংক্রমণ হয় হুয়ানান বাজারের মাধ্যমে। উহানের এই সামুদ্রিক খাবারের বাজারেই করোনা প্রথম শনাক্ত হয়েছিল।

Advertisement

‘এজন্যই এটি চাওয়ার জেদ আমাদের চেপে গিয়েছিল। কিন্তু কেন তা পাওয়া যায়নি সে বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। হয়তো এটি রাজনৈতিক অথবা সময়ের কারণে অথবা এটা কঠিন ছিল…কিন্তু তথ্য না পাওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা তা আমি জানিনা। কেউ শুধু এটা অনুমান করতে পারে,’ বলেন ডমিনিক।

তিনি জানান, চীনা কর্তৃপক্ষ অনেক কিছু প্রদান করে সহযোগিতা করলেও রোগীদের মূল তথ্য না দেয়ার বিষয়টি তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানিয়েছে, বিশেষজ্ঞদের তদন্তের ফলাফলের সারমর্ম পরবর্তী সপ্তাহে প্রকাশ করা হবে।

এমকে/এমকেএইচ

Advertisement