দেশজুড়ে

পাওনা টাকার জন্য শিকলে বাঁধা হলো যুবককে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পাওনা টাকার জন্য মো. রতন মিয়া (৪৯) নামে এক যুবকে বাড়িতে ধরে এনে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় আটক করা হয় অভিযুক্ত সেলিম মিয়াকে।

Advertisement

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার রতন মিয়া উপজেলার লক্ষ্মীপুর মাতুয়ারকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ২০১৭ সালে রতন মিয়া বিদেশ পাঠানোর কথা বলে জাফরাবাদ গ্রামের নূরুল ইসলামের ছেলে সেলিম মিয়ার কাছ থেকে আড়াই লাখ টাকা নেন। কিন্তু তিনি সেলিমকে বিদেশ পাঠাতে পারেননি। এ নিয়ে রতনের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সেলিমের।

Advertisement

শনিবার সকালে পাওনা টাকা আদায়ের জন্য রতন মিয়াকে রাস্তা থেকে ধরে আনা হয় সেলিম মিয়ার বাড়িতে। এ সময় তার পায়ে শিকল বেঁধে ঘরের একটি খুঁটির সঙ্গে তালা দিয়ে চেয়ারে বসিয়ে রাখা হয়।

খবর পেয়ে বিকেলে কুলিয়ারচর থানা পুলিশ তাকে উদ্ধার করে। আটক করা হয় সেলিমকে।

কুালয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সেলিম ও রতন দু’জনকেই আটক করা হয়েছে। শিকলে বেঁধে রাখার অভিযোগে সেলিম মিয়া এবং প্রতারণার অভিযোগে রতন মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement

নূর মোহাম্মদ/এএইচ/এএসএম