প্রবাস

কাতালোনিয়ার নির্বাচনে প্রচারণায় সরব বাংলাদেশি-স্প্যানিশরা

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার ২০২১ সালের সংসদ নির্বাচনের আর একদিন বাকি। ১৪ ফেব্রুয়ারি সকাল থেকে প্রদেশটিতে ভোটপ্রদান শুরু হবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলো দলের পক্ষে তাদের সর্বশেষ প্রচারণা সম্পন্ন করেছে। কভি-১৯ মহামারির কারণে গণসমাবেশ ছাড়াই শুধু পোস্টার লাগিয়ে প্রচার, সীমিত আকারে গণসংযোগসহ সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ ছিল নির্বাচনের প্রচারণার।

Advertisement

এর মধ্যে বামপন্থী দল ইআরসির পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশি-স্পানিশরা। দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের নেতৃত্বে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় দলটির পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশিরা।

কাতালোনিয়ার স্বাধীনতা ইস্যুতে গণরায়ের প্রতিফলন দেখার জন্য এই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় স্পেনের রাজনীতিতে। এবারের কাতালোনিয়ার নির্বাচনে মোট অংশগ্রহণ করেছে নয়টি রাজনৈতিক দল। এর মধ্যে ইআরসি, জুনটসকাত, পেডেকাত ও কুপ এই চারটি দল কাতালোনিয়ার স্বাধীনতার দাবিকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া বাকি দলগুলোর মধ্যে পিএসসি, ভক্স, পেপে ও সিউদাদানোস এই চারটি দল স্বাধীনতার বিপক্ষে এবং এন কমু পোদেমোস মধ্যমপন্থী হিসেবে নির্বাচনে প্রচারণা চালিয়েছে। কাতালোনিয়ার নির্বাচনের আগাম জরিপের হিসেব অনুযায়ী, কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা দেখানো হয়নি। কাতালোনিয়া সংসদের মোট ১৩৫ আসনের লড়াইয়ে নির্বাচনপূর্ব জরিপে এগিয়ে আছে ২২ শতাংশ নিয়ে পিএসসি, ২০, ৪ শতাংশ নিয়ে জুনটস এবং ২০, ১ শতাংশ নিয়ে ইআরসি।

তবে, রাজনৈতিক বিশেষজ্ঞরা বরাবরের মতো এবারও নিশ্চিত, নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কাতালোনিয়ার স্থানীয় সরকার গঠন করতে পারবে না।

Advertisement

তাই নির্বাচনের ফলাফলের পর প্রদেশটির স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের দলগুলোর মধ্যে দর কষাকষি, আদর্শগত সমঝতার মধ্য দিয়েই বরাবরের মতো সরকার গঠন করতে হবে।

এমআরএম/এএসএম