রাজনীতি

আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের লাঠিচার্জে আহত নেতাকর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

Advertisement

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, ঢাকা কলেজের যুগ্ম-সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মহানগর পূর্বের সহ-সাধারণ সম্পাদক আলামিন খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, হাবিব উল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা রাহাত হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রিয়াজ ব্যাপারী, মহানগর উত্তরের কামরুজ্জামান, টঙ্গী থানার মনিরুজ্জামানসহ আহত অন্য চিকিৎসাধীন নেতাকর্মীদের খোঁজ নেন হাবিব-উন-নবী খান সোহেল।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খান, আশরাফুল ইসলাম লিংকন, ওমর ফারুক কাওসার, পাভেল সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম প্রমুখ।

এ সময় হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিনা উসকানিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

Advertisement

কেএইচ/এমএইচআর/এমকেএইচ