জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি, ট্রেনের বগি বৃদ্ধি, জয়দেবপুর রেলক্রসিং-এ ওভার ব্রিজ নির্মাণসহ ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটি।
Advertisement
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর প্রকৌশলী ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. সামসুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রকৌশলী সামসুল হক জানান, করোনাকালীন সময়ে ‘অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণ প্রকল্প’ নামের একটি প্রকল্প চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রকল্পটির মাধ্যমে রেলওয়ে পরিচালিত ট্রেনগুলোতে আসনবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা হলেও বেসরকারি ট্রেনগুলো চলছে নিয়ন্ত্রণহীনভাবেই। এতে সীমাহীন কষ্টে পড়েছে গাজীপুর থেকে ঢাকায় যাতায়াতকারী যাত্রীরা।
Advertisement
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সাধারণ সম্পাদক খালেদ মাহবুব মোর্শেদ, মো. সাখাওয়াৎ হোসেন খোকন প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রায় ৭০ লাখ মানুষ গাজীপুর জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে। ঢাকা দক্ষিণ ও উত্তরের সমান সংখ্যক যাত্রী এবং গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও জয়দেবপুর জংশনে কোনো স্টপেজ দেয়া হচ্ছে না। যদিও স্বল্প দূরত্বের অনেক স্টেশনেরই স্টপেজ দেয়া হচ্ছে।
তারা আরও বলেন, গাজীপুরে ট্রেনের স্টপেজ না থাকা এবং চাহিদা অনুযায়ী টিকেটে না পাওয়ার কারণে গাজীপুরের যাত্রীদের এয়ারপোর্ট থেকে যাতায়াত করতে হয়। ফলে এয়ারপোর্ট-গাজীপুর পথে বাড়তি যাত্রী চাপ সৃষ্টি করছে।
আমিনুল ইসলাম/এসএমএম/এএসএম
Advertisement