গণমাধ্যম

ডিআরইউ অ্যাওয়ার্ড পেলেন জাগো নিউজের মনিরুজ্জামান উজ্জ্বল

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০১৫’ পেলেন জাগোনিউজ২৪.কম এর বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল। অনলাইন ক্যাটাগরিতে ‘মানবাধিকার, অপরাধ ও আইন শৃঙ্খলা’ বিষয়ে তিনি শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে এ পুরস্কার পেয়েছেন।   জাগো নিউজে ‘অনবরত রক্তক্ষরণ : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশু সাদমান কেসপার’ শীর্ষক একটি ধারাবাহিক  প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন। এ নিয়ে তিনি পঞ্চমবারের মতো ডিআরইউ অ্যাওয়ার্ড পেলেন।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা প্রতিবেদকদের পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।মনিরুজ্জামান উজ্জ্বল এর আগে ২০১৪ সালে প্রিন্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে ঢাকা ট্রিবিউন থেকে ‘স্বাস্থ্য’ বিষয়ে, ২০০৪, ২০০৬ ও ২০০৭ সালে বর্ষসেরা প্রতিবেদক হিসেবে যুগান্তর থেকে ‘নারী ও শিশু’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।তিনি যুগান্তর, সমকাল ও ঢাকা ট্রিবিউনে থাকা অবস্থায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বার্ষিক শ্রেষ্ঠ রিপোর্ট প্রতিযোগিতায় অনুসন্ধানী, মানবাধিকার ও নারী ও শিশু নির্যাতন ক্যাটাগরিতে ২০০৫, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৪ সালে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার পান।২০০৫ ও ২০০৭ সালে এসিড সারভাইভার্স ফাউন্ডেশন (এএসএফ) আয়োজিত শ্রেষ্ঠ প্রতিবেদন প্রতিযোগিতায় তিনি প্রিন্ট ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ২০১২ সালে ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় (১৮ উর্ধ্ব) প্রিন্ট ক্যাটাগরিতে মীনা অ্যাওয়ার্ড পান।২০০৮ সালে যক্ষা সচেতনতায় ব্র্যাক আয়োজিত শ্রেষ্ঠ প্রতিবেদন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার লাভ করেন তিনি। ২০১১ সালে নিউমোনিয়া সচেতনতা সৃষ্টিতে ফেলোশিপ অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়াও তিনি মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তৈরির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে অবদানের জন্য বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সম্মাননা পদক লাভ করেন।দৈনিক বাংলার বাণীর মাধ্যমে সাংবাদিকতা শুরু করা মনিরুজ্জামান উজ্জ্বল দৈনিক যুগান্তর, দৈনিক সমকাল, ঢাকা ট্রিবিউন হয়ে চলতি বছরের ১ জুন তিনি বিশেষ সংবাদদাতা হিসেবে জাগোনিউজ২৪.কমে যোগদান করেন।মনিরুজ্জামান উজ্জ্বল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক।আরএম/এএ

Advertisement