নিজ উদ্যোগে করোনার টিকা নিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। নিয়েছেন দু’জন সহসভাপতিও। দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি এবার টিকা প্রদানের জন্য প্রায় ৩ হাজার জনের তালিকা পাঠাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।
Advertisement
ইতমধ্যে ১৬৮১ জনের একটি তালিকা পাঠানো হয়েছে। আগামী সপ্তাহে পাঠানো হবে আরো ১ হাজার জনের তালিকা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গত সপ্তাহে বাফুফেকে তালিকা পাঠানোর চিঠি দিয়েছিল। বাফুফে বৃহস্পতিবার প্রথম তালিকাটি পাঠিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে।
বাফুফের এই লম্বা তালিকায় কারা আছেন? যে ১৬৮১ জনের তালিকা বাফুফের নির্বাহী কমিটির (সভাপতি ও দুইজন সহসভাপতি বাদে) সকল সদস্য, বাফুফে এবং বাফুফের অধীনে থাকা মহানগরী লিগ কমিটির সকল কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোর খেলোয়াড়, জাতীয় দলের খেলোয়াড়, ক্যাম্পে থাকা জাতীয় নারী ও বয়সভিত্তিক দলের ফুটবলার এবং সর্বশেষ নারী ফুটবল লিগের সব দলের খেলোয়াড়দের রাখা হয়েছে এই তালিকায়।
আগামী সপ্তাহে ১ হাজার জনের যে তালিকা পাঠানো হবে সেখানে বিভিন্ন দলের কোচ, অফিসিয়াল, জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সভাপতিদের নাম থাকবে বলে জানা গেছে।
Advertisement
আরআই/আইএইচএস/জেআইএম