আন্তর্জাতিক

কুয়ালালামপুরের ১০ রাস্তা ৫ দিন বন্ধ থাকবে

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ২৭তম সামিট-২০১৫ (সম্মেলন) (গতকাল)বুধবার শুরু হয়েছে। এ সম্মেলন  চলাকালে কুয়ালালামপুর কনভেনশন সেন্টারের  আশপাশের ১০টি রাস্তা সাময়িকভাবে ৫দিন বন্ধ থাকবে। কুয়ালালামপুর ট্রাফিক চিফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মোহাম্মদ নাজরি হুসাইন বলেন, ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর এ পাঁচ দিনের জন্য রাস্তা বন্ধ কার্যকর হবে। মালয়েশিয়ার বার্তা সংস্থা বারনামা এবং নিউ স্ট্রেইটস টাইমস এসব তথ্য জানিয়েছে। নাজরি হোসাইন বলেন, সকাল ৭ টা থেকে রাত  ১১ টা ৩০ মিনিট পর্যন্ত ট্রাফিক পুলিশ সম্মেলনের আশপাশের রোডসমূহ  নিয়ন্ত্রণ করবে। জালান সুলতান ইসমাইল, জালান আম্পাং, জালান পি. রামলি, জালান পিনাং, জালান রাজা ছুলান, জালান কিয়া পেং, জালান পেরাক, জালান বিনজাই, জালান বুকিত বিনতাং এবং জালান ইম্বি এ ১০ টি রাস্তা সম্মেলন চলাকালে বন্ধ থাকবে বলে জানান তিনি।   এছাড়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল  এয়ারপোর্ট (কেএলআইএ) থেকে কুয়ালালামপুর সিটি সেন্টার এবং আরএমএএফ সুবাং এয়ারপোর্ট  থেকে  কুয়ালালামপুর সিটি সেন্টার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানান হয়। আগামী ২১ নভেম্বর শনিবার সম্মেলনের  উদ্বোধনী অনুষ্ঠানের জন্য  সকাল ৭ টা ৪০ মিনিট থেকে সকাল ৯ টা এবং গালা ডিনারের জন্য সন্ধ্যা ৭ টা ১৫ থেকে রাত ৮ টা ৫০পর্যন্ত কুয়ালালামপুর সিটি সেন্টার প্রবেশের রাস্তা বন্ধ থাকবে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে গাড়িতে জানাল কিয়া পেং বা জালান স্টোনর, জালান তুন রাজাক, লরং লুম্বা কুডা, জালান ইয়াপ কেওয়ান সেং, জানাল রাজা ছুলান বা তুন পেরাক, জালান হাং তুয়াহ, জালান পুডু ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।  এদিকে, আসিয়ান সামিট-২০১৫ সম্মেলন ঘিরে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।  আর্মড ফোর্সেস চিপ তান শ্রী জিলকেফলি মোহাম্মদ জীন বলেন, সর্বমোট ৪ হাজার ৫ শ নিরাপত্তা বাহিনীর সদস্যের সর্বোচ্চ নিরাপত্তাবলয় সৃষ্টি করা হয়েছে।   জেডএইচ/আরআইপি

Advertisement