জোকস

আজকের জোকস : ১৯ নভেম্বর ২০১৫

হাতি যাচ্ছে নদীতে গোসল করতে। তিন পিঁপড়া বন্ধু গাছের ওপর থেকে হাতিকে দেখে বলল, ‘চল আমরা হাতিটাকে ধোলাই দেই! ব্যাটা আমাদের অনেক বন্ধুকে পায়ে পিষে মেরেছে।’এরপর তিনজন গাছ থেকে লাফ দিয়ে হাতির পিঠে চড়ে কামড়াতে শুরু করল। হাতি গা ঝাড়া দিয়ে একটা পিঁপড়াকে নিচে ফেলে দিল। শুঁড় দিয়ে আঘাত করে আরেকটাকে ফেলল। কিন্তু তৃতীয়টা কিছুতেই পড়ে না। হাতি ভাবল, ‘যাই পানিতে ডুব দেই। গোসলও হয়ে যাবে, পিঁপড়াও চলে যাবে।’যেই ভাবা, সেই কাজ। হাতি তাড়াতাড়ি পানিতে নেমে ডুব দিতে লাগলো। এদিকে হাতির পিঠ থেকে পড়ে যাওয়া দুই পিঁপড়াও হাতির পিছন পিছেন নদীর পাড়ে এসে উপস্থিত হলো। তারা দেখলো, হাতিটা ডুবছে আর ভাসছে আর তাদের বন্ধু হাতির পিঠ কামড়ে ধরে বসে আছে।তাই দেখে তারা উল্লাসে চিৎকার করে বলল, ‘শাবাশ দোস্ত, চুবা- হাতিটারে ভালো করে পানিতে চুবা! চুবাইতে চুবাইতে মেরে ফেল!’****বেশি রাতে ছেলের বাড়ি ফেরা-বাবা : কোথায় ছিলি রে হারামজাদা?ছেলে : আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম!বাবা তখন কয়েকজন বন্ধুকে ফোন দিলেন-৪ নম্বর ফ্রেন্ড : জ্বী আঙ্কেল! সে তো আমার সঙ্গে ছিল।৩ নম্বর ফ্রেন্ড : ও কিছুক্ষণ আগে চলে গিয়েছে!২ নম্বর ফ্রেন্ড : চাচা, ও আমার সঙ্গেই আছে! এবং আমরা দু’জন পড়ছি!১ নম্বর ফ্রেন্ড : হ্যাল্লো আব্বু, আমার আজ রাতে আসতে দেরী হবে! ****এক দুষ্টু ছাত্র একদিন স্কুলে যায়নি। পরদিন-ম্যাডাম : পিন্টু, গতকাল কোথায় গিয়েছিলে? স্কুলে আসোনি কেন?ছাত্র : আপনার কথামত ‘ডার্টি পিকচার’ দেখতে গিয়েছিলাম!ম্যাডাম : আমি কখন তোমাকে ‘ডার্টি পিকচার’ দেখতে বললাম?ছাত্র : আপনিই তো বলেছিলেন, ‘বিদ্যা’র ওপর মন দাও!এসইউ/আরআইপি

Advertisement